প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প নেই, দেশবাসী এটা খুব ভালো করেই জানেন : বিপ্লব 

আগরতলা, ৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প নেই। দেশবাসী এটা খুব ভালো করেই জানেন। আজ আগরতলা এমবিবি বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, দেশের ক্রমাগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীকে প্রয়োজন। তাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মসনদে নরেন্দ্র মোদীই বসবেন বলে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

এদিন তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দীর্ঘস্থায়ী শাসনের সমালোচনা করেন। তিনি বলেন, ২৫ বছর টানা ওড়িশায় ক্ষমতায় রয়েছেন নবীন পট্টনায়ক। ওড়িশা খনি এবং খনিজগুলির মতো সম্পদে সমৃদ্ধ একটি রাজ্য। তবে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ব্যর্থ হয়েছে। সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও মানুষকে কাজের সন্ধানে গুজরাতে যেতে হয়।

তাঁর কথায়, উন্নয়নের অভাবের কারণে ওড়িশার মানুষের মধ্যে ক্ষোভের অনুভূতি লক্ষ্য করা গিয়েছে। তবে, উপজাতীয়, অ-উপজাতি, উপকূলীয় এবং পাহাড়ি সম্প্রদায়ের মধ্যেও প্রধানমন্ত্রী মোদীর প্রতি ক্রমবর্ধমান ইতিবাচকতা রয়েছে। তিনি নিশ্চিত যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় আসবে। ওড়িশায় ১৭টি আসনে জয়লাভ করবে বিজেপি বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিন তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ‘পদ্মশ্রী’ চিত্ত মহারাজ সাথে সাক্ষাৎ করেছেন এবং চিকিৎসকদের থেকে শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে অবগত হয়েছে। পাশাপাশি মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷