কলকাতা, ৩ জুন (হি. স.) : “কেন্দ্রীয় বাহিনী যেটুকু করতে পেরেছে, তার ফল দেখা যাচ্ছে”। সোমবার সংবাদমাধ্যমে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
সপ্তম তথা শেষ দফায় কলকাতার দুটি আসনেই উনিশের লোকসভা ভোটের তুলনায় ভোট কম পড়ছে। কলকাতা দক্ষিণ আসনে ২০১৯ সালের লোকসভা ভোটে প্রায় ৭০ শতাংশ (৬৯.৮২) ভোট পড়েছিল। এবার ভোট পড়েছে ৬৭ শতাংশ ( ৬৬.৯৫)। অর্থাৎ ৩ শতাংশ কম ভোট পড়েছে। যার অর্থ কমপক্ষে ৫০ হাজার ভোট কম পড়েছে আগের লোকসভার তুলনায়। কারণ, এই আসনে ভোটারের সংখ্যা প্রায় ১৮ লক্ষ।
একই ভাবে কলকাতা উত্তর লোকসভায় উনিশের নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ শতাংশ (৬৫.৮৩) ভোট। এবার ভোট পড়েছে ৬৪ শতাংশ (৬৩.৫৯) ভোট। অর্থাৎ গত লোকসভার তুলনায় ২ শতাংশ ভোট কম পড়েছে।
সোমবার এ ব্যাপারে শাসক দলকে খোঁচা দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে কঠোর ভাবে ভোট করালে দুধে জল মেশানো বন্ধ হয়ে যাবে। সবটা যে কেন্দ্রীয় বাহিনী করতে পেরেছে তা নয়। তাদেরও প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কিন্তু যেটুকু হয়েছে তার ফল দেখা যাচ্ছে”।
শুধু এই দুটি আসন নয়, উনিশের লোকসভা ভোটের তুলনায় ২ শতাংশ ভোট কম পড়েছে যাদবপুর লোকসভায়, ৩ শতাংশ দমদমে, বসিরহাটে ১ শতাংশ, জয়নগরে ২ শতাংশ, মথুরাপুরে প্রায় ৩ শতাংশ ভোট কম পড়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্রেও আগের ভোটের তুলনায় অতি সামান্য হলেও কম ভোট পড়েছে। উনিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে পড়েছিল ৮১.৯৮ শতাংশ ভোট। এবার ৮১.০৪ শতাংশ ভোট পড়েছে।