নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) : মঙ্গলবার প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। ভোটের ফলপ্রকাশের আগে সোমবার সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, ৪ জুন গণনা শুরু হলে, সবার প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে। পোস্টাল ব্যালটের গণনা শুরুর আধঘণ্টা পর থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে।
উল্লেখ্য, সোমবার নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রথমবার গণনার আগেই সাংবাদিক বৈঠক করলো নির্বাচন কমিশন। সাধারণত নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে। তারপর সাংবাদিক বৈঠক করা হয় ফলপ্রকাশের পরে।