নয়াদিল্লি, ৩ জুন (হি. স.): এবারের লোকসভা নির্বাচনে ইতিহাস গড়ল কমিশন। তাদের উদ্যোগে স্বাধীনতার ৭ দশক পর প্রথম দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিল নিকোবরের শম্পেন জনজাতিরা। কমিশনের সাফল্য তুলে ধরে সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেখানেই এই তথ্য প্রকাশ্যে আনেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘শহরের চাকচিক্যে নজরে আসে না দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এই গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন বিপুল সংখ্যায় আদিবাসী জনজাতির মানুষ। এই প্রথমবার ভোটদান করেছেন নিকোবরেরশম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা। ভোট উৎসবে তাঁদের অংশগ্রহণের ছবি আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরেছি।