ফতেহগড় সাহিব, ২ জুন (হি. স.): রবিবার ভোররাতে পঞ্জাবের মাধোপুরের কাছে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় দুজন লোকো পাইলট গুরুতর আহত হয়েছেন।
রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ফতেহগড় সাহিবের সিরহিন্দ রেল স্টেশন থেকে কিছুটা দূরে মাধোপুর চৌকির কাছে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে যায়। এই ঘটনায় দুজন লোকো পাইলট গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে অ্যাম্বুলেন্সের সাহায্যে ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাদের পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালে স্থানান্তরিত করেন।