নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। এই নিয়ে দেশে জুড়ে শাসক এবং বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যেও যথেষ্ট চর্চায় রয়েছে এই বুথ ফেরত সমীক্ষা।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বললেন, আগামী চৌঠা জুন ফলাফল কি হতে চলেছে তার খানিক ঝলক লক্ষ্য করা গেছে বুথ ফেরত সমীক্ষায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিও সরকার ৪০০ পার করবে বলে জানিয়েছিল বিজেপি। সেই ঝলক লক্ষ্য করা গেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফলে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে আশা রাজ্যের মুখ্যমন্ত্রীর।
প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, এক্সিট পোল থেকেই বোঝা যাচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে। ৪০০ পারের যে পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষ ভোট দান করেছে তা সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
যদিও বিরোধীরা এই বুথ ফেরত সমীক্ষার ফলাফল মানতে নারাজ। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারে নির্বাচনে শাসকদলের পরাজয় নিশ্চিত। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয় হচ্ছে। অপরদিকে ইন্ডিয়া জোটের নির্বাচন সম্পন্ন হওয়ার পর দলগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যে সংখ্যা তুলে ধরা হয়েছে সেখানে ইন্ডিয়া জোটের জয় হচ্ছে। তাই সবটাই চৌঠা জুনের অপেক্ষা।
এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ইন্ডিয়া জোট যথেষ্ট আত্মবিশ্বাসী। বুথ ফেরত সমীক্ষায় কি দেখানো হবে তা তিনি আগে থেকেই জানতেন বলে জানালেন।