ত্রিপুরা কুরাস অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটি পুনর্গঠিত হলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পুনর্গঠিত হলো কুরাস এসোসিয়েশন। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা কুরাস অ্যাসোসিয়েশনের (মার্শাল আর্ট) নতুন কমিটি গঠন করা হলো। রবিবার দুপুরেই হলো এই কমিটি গঠন। এতে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অবজারভার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অবজারভার, ত্রিপুরা অলম্পিক এসোসিয়েশনের পর্যবেক্ষক, ইলেকশন অফিসার, এবং সকল জেলা থেকে আগত প্রতিনিধিরা। এদের সবার উপস্থিতিতে রাজ্য কুরাস সংস্থার ২৫ জনের কমিটি গঠন করা হয় আগামী চার বছরের জন্য। এতে ত্রিপুরা স্টেট কোরাস অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি হলেন রাজ্য বিধানসভার সদস্য তথা বিধায়ক অভিষেক দেবরায়।সাধারণ সম্পাদক হলেন রাহুল ভট্টাচার্য। সহ-সভাপতি দীপায়ন চৌধুরী, রত্না দেবনাথ, প্রিতম সাহা, অনির্বাণ দেব।  আরও তিনজন সহ সম্পাদক হলেন অঞ্জনা দাস, সঞ্জয় ভৌমিক, বিট্টু সাহা। কোষাধক্ষ্য বিমান বৈদ্য।  টেকনিক্যাল এডভাইজর পিংকি চাকমা, অফিস সেক্রেটারি  সুরজ শীল, লিটন দাস সহ সকল সদস্য ও সদস্যা ও পদাধিকারিদের উপস্থিতিতেই নতুন ভাবে গঠিত হলো এই কমিটি। রাজ্যে আগামীদিনে এই কমিটি কুরাস খেলাকে আরও কিভাবে জনপ্রিয় করা যায়, তার লক্ষ্যেই কাজ করবে এই নতুন কমিটি। নতুন করে গঠিত কমিটির সম্পাদক রাহুল ভট্টাচার্য এ বিষয়ে ক্রীড়া সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *