শিলিগুড়ি, ২ জুন (হি.স.): জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে অবশেষে গ্রেফতার করল পুলিশ। প্রায় দু’সপ্তাহ ধরে প্রদীপের খোঁজে তল্লাশি চলছিল। ঘটনার ১৩ দিনের মাথায় (শনিবার) তাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)।
এই নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। আগেই ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার গ্রেফতার হল মূল অভিযুক্ত প্রদীপও। উল্লেখ্য, গত ১৯ মে রামকৃষ্ণ মিশনের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাদের বক্তব্য, শিলিগুড়ির ‘সেবক হাউস’ নামে একটি বাড়িতে মিশনের কয়েক জন সন্ন্যাসী থাকেন। সেখানেই কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে সন্ন্যাসীদের উপর চড়াও হয়। তাঁদের শারীরিক নিগ্রহ করে বাইরে বার করে দেওয়া হয়।