গুয়াহাটি, ২ জুন (হি.স.) : আজ রবিবার বেলা ০২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্প সংঘটিত হয়েছে মায়ানমারে। এর ঝটকা লেগেছে অসমের গুয়াহাটি, মেঘালয় এবং মণিপুরের একাংশ এলাকায়। অসমে রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৫। এছাড়া আজ ভোররাত ০২টা ৩৮ মিনিট ৫০ সেকেন্ডে মণিপুরেও ভূমিকম্প হয়েছে। দুটি রাজ্যে সংঘটিত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র পৃথক পৃথক প্ৰদত্ত তথ্যে জানা গেছে, আজ রবিবার বেলা ১৪:১৪:৫৭টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের ভূপৃষ্ঠের ১১০ কিমি গভীরে ২২.৮২° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৪৮° পূর্বে। এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারে হওয়ায় এর ঝটকা অসম, মণিপুর, মেঘালয় এবং বাংলাদেশের কিছু অংশে অনুভূত হয়েছে।
এছাড়া আজ রবিবার ভোররাত ০২:৩৮:৫০টায় মণিপুরে ৩.৫ তীব্রতার ভূমিকম্প হয়েছে। এর উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদ জেলার ভূপৃষ্ঠের ৭৭ কিমি গভীরে ২৩.৯১° উত্তর অক্ষাংশ এবং ৯৪.১০° পূর্বে।
প্রসঙ্গত, এর আগে গত ২৯ মে সন্ধ্যারাত ০৬টা ৪৩ মিনিট ২৬ সেকেন্ডে মায়ানমারের সংঘটিত ভূমিকম্পের ঝটকা লেগেছিল অসমের গুয়াহাটি, মেঘালয়ের শিলং এবং মণিপুরের একাংশ। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৬। এছাড়া গত ৮ মে ভোর ০৪টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড মৃদু ভূমিকম্পে কেঁপেছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.১। তার আগে গত ১ মে সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে রিখটার স্ক্যালে ৪.০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল।