৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম

কলকাতা, ২ জুন (হি.স.): আগামী মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার রয়েছে। ৪১৮টি কাউন্টিং হলে ১৭ রাউন্ড গণনা হবে। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সর্বোচ্চ ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকছে।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার থাকছে। ইভিএম কাউন্টিংয়ের জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে ইভিএম গণনা। ভোট গণনায় ২৫ হাজারের বেশি মাইক্রো অবজার্ভার থাকছেন। রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬।

মঙ্গলবার ফল ঘোষণা, তার আগে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে ব্যালট বক্সগুলি রাখা হয়েছে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সিসি ক্যামেরায় স্ট্রং রুমে ২৪ ঘণ্টা চলছে নজরদারি। গতকাল রাতেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে শেষ দফা ভোটের ইভিএম, জমা পড়েছে পোস্টাল ব্যালটও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *