নয়াদিল্লি, ২ জুন (হি.স.): তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে বড়সড় আশ্বাস দিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। রবিবার তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক বার্তায় সোনিয়া গান্ধী বলেছেন, “তেলেঙ্গানার উন্নয়নে কোনও খামতি রাখবে না কংগ্রেস।” সোনিয়া গান্ধী এদিন বলেছেন, “গত ১০ বছরে তেলেঙ্গানার জনগণ আমাকে অনেক সম্মান এবং ভালবাসা দিয়েছেন।”
এরপরই সোনিয়া গান্ধী যোগ করেছেন, “আপনারা (তেলেঙ্গানার জনগণ) আমাদের দলকে সমৃদ্ধ ও উন্নত তেলেঙ্গানা গড়ে তোলার দায়িত্ব অর্পণ করেছেন এবং সেই সমস্ত স্বপ্ন পূরণ করা আমি নিজের কর্তব্য বলে মনে করি। এই শুভ দিনে, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি, তেলেঙ্গানায় রেভন্থ রেড্ডির নেতৃত্বে কংগ্রেস সরকার নিজস্ব গ্যারান্টি পূরণে কোনও খামতি রাখবে না।”