ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুললেন রোগীর পরিবারের সদস্যরা। এবারে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এক সর্বশিক্ষার শিক্ষকের। মৃত শিক্ষকের নাম অধিকর দেবনাথ(৫৩)। ভুল ইনজেকশন এর ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমনই দাবি পরিবারের সদস্যদের। এদিকে রোগী মৃত্যুর সাথে সাথে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ।

মৃত ব্যক্তির মেয়ের অভিযোগ, শনিবার তার বাবা শারীরিক অসুস্থতাবোধ করলে ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হিমোগ্লোবিনের একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তারপর থেকেই ওই ব্যক্তির শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। তবে হাসপাতালে আসার পর কোন চিকিৎসা করেনি জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। এমনই অভিযোগ রোগীর পরিবারের। শেষ পর্যন্ত রবিবার দুপুরে হাসপাতালের স্বাস্থ্য শেষ পর্যন্ত রবিবার দুপুরে হাসপাতালের শেষ পর্যন্ত রবিবার দুপুরে একটি ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশন দেওয়ার পরই নাকি ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমনই অভিযোগ রোগীর পরিজনদের।

সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র উত্তেজনা। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন রোগীর পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজনেরা। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছুটে আসে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *