কলকাতা, ২ জুন (হি. স.): রবিবার সূর্যের দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম থাকবে। যদিও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়।
রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। যার জেরে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।