মুর্শিদাবাদ, ২ জুন (হি.স.): লোকসভা নির্বাচনের ভোটপর্ব মিটেছে, এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে ফের উদ্ধার বোমা। ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগরে। মুর্শিদাবাদের রানিনগর থানার পানিপিয়া পুরাতনপাড়া মোড় সংলগ্ন এলাকায় উদ্ধার হয় এই বোমা। পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানিনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পিছনে তল্লাশি চালায়। ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমা গুলো রেখেছে তা তাঁর জানা নেই।