ব্যাংকক, ২ জুন (হি.স.): রবিবার ব্যাংককে দ্বিতীয় বিশ্ব বক্সিং কোয়ালিফায়ারে পুরুষদের ৫১ কেজি বিভাগে আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ভারতের অমিত পাঙ্গল দ্বিতীয় টিকিট নিশ্চিত করলেন। তিনি চিনের লিউ চুয়াংকে ৫-০ ব্যবধানে পরাজিত করে এই সাফল্য পেলেন।
এর আগে প্রথম বক্সার হিসেবে নিশান্ত দেব পুরুষদের ৭১কেজি ইভেন্টে মলদোভার ভ্যাসিলে সেবোটারিকে ৫-০ ব্যবধানে পরাজিত করে অলিম্পিকের টিকিট পেয়েছেন।