মুম্বই, ১ জুন (হি.স.): যাত্রীবাহী বিমানে বোমাতঙ্কের জেরে জরুরি অবস্থা ঘোষিত হল মুম্বই বিমানবন্দরে। শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বইয়ে অবতরণের পরই একটি বিমানে বোমা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। প্রায় সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। আতঙ্ক বিরাজ করে ১৭২ জন যাত্রীর মধ্যে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭২ জন যাত্রী নিয়ে শনিবার সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে ওড়ে মুম্বই বিমানবন্দরের উদ্দেশে।বিমানটি মুম্বই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ। তার পরেই শুরু হয় তল্লাশি। যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। শুরু হয় জোরদার তল্লাশি।