আগরতলা, ১ জুন : দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে শনিবার অভিযোগ জানাতে গেলে বিদ্যুৎ কর্মীর হুমকির মুখে এলাকার মহিলারা। এমনটাই অভিযোগ উঠেছে এক বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবত ধরে ঘুঘুর বাসা বেধে আছে লংতরাইভেলির বিদ্যুৎ দপ্তরটি মন খুশিমতো কাজ করে যাচ্ছেন কিন্তু জনগণকে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দিচ্ছেন না। দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে গ্রুপ ডি কর্মীর ও একই অবস্থা। এলাকার মানুষ বিদ্যুৎ পরিষেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তারপরও নেই কোন হেলদোল।
শনিবার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে ছৈলেংটা ফিসারী পাড়ার সকল মহিলারা ফেডকো অফিসে অভিযোগ জানাতে যায়। তখনই দপ্তরে এক কর্মী যার নাম কন্দপ দেববর্মা ওরফে কাটাপ্পা মহিলাদের সাথে বাজে ব্যবহারের পাশাপাশি অফিস থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিতে থাকে। অফিস কর্মীর এই ধরনের আচরণ দেখে অভিযোগ জানাতে আশা মহিলারা হতবাক হয়ে গিয়েছেন।