আগরতলা, ১ জুন: গ্রাহক সেজে দোকান থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে আজ বিশালগড় ব্রিজ চৌমুহনীতে এলাকাবাসী এক চোরকে আটক করেছেন। পরবর্তীতে চোরের মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানা গিয়েছে, বিশালগড় ননী শ্রী গিফট হাউজে গ্রাহক সেজে দোকানে এসে দোকান মালিকের কাছে ঠান্ডা পানীয় চাই। দোকানের মালিক ঠান্ডা পানি দেওয়ার পথে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে এক চোরকে আটক করেছে। চড়িলাম এলাকার এক প্রখ্যাত চোর বলে পরিচিত। চোরকে আটক করে মাথা ন্যাড়া করে খবর দেয় থানায়।পুলিশ এসে ব্যবসায়ীদের হাতে আটক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।