জলন্ধর, ১ জুন (হি.স.): গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। শনিবার সকালে পঞ্জাবের জলন্ধরের একটি বুথকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন হজভজন সিং। ভোট দেওয়্যার পর হরভজন সিং বলেছেন, “আমি আশা করছি, বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসবেন এবং আমি জলন্ধরে সর্বাধিক ভোট চাই। এটা আমাদের কর্তব্য, আমরা যে সরকার চাই তা আনতে হবে, এমন একটি সরকার যা জনগণের জন্য কাজ করতে পারে।”
ভিআইপি সংস্কৃতি অবসানের দাবি জানিয়ে হরভজন সিং বলেছেন, “আমি মোটেও ভিআইপি নই, ভিআইপি সংস্কৃতির অবসান হওয়া উচিত। কেউ যদি লঙ্গারের জন্য এক কাতারে দাঁড়াতে পারে, তাহলে এখানেও দাঁড়াতে পারে।” ভোটদানের গুরুত্ব তুলে ধরে হরভজন সিং বলেছেন, “আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আমি সকলের কাছে আবেদন জানাব, আপনারা বেরিয়ে আসুন এবং ভোট দিন।”