কন্যাকুমারী, ১ জুন (হি.স.): দু’দিন ধরে প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি। তার পর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। ধ্যানের দ্বিতীয় দিনেও সূর্য প্রণাম করেন মোদী, পাশাপাশি স্বামী বিবেকানন্দকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা নিবেদন করেন মোদী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদী। শনিবার দুপুর পর্যন্ত চলে ধ্যান। এই দু’দিন মৌনব্রত ছিল মোদীর। শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। দু’দিনই সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দেন মোদী। কখনও তিনি বেদির সামনে বসে প্রাণায়াম করেন। কখনও মালা জপ করেছেন। বিবেকানন্দের বিগ্রহের পায়ে ফুল সাজাতেও দেখা গিয়েছে তাঁকে। তার পর বিগ্রহের চার পাশে ঘুরে আবার বসেন ধ্যানে।