পাটনা, ১ জুন (হি.স.): সপরিবারে ভোট দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদব। শনিবার সকালে পাটনার একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে রোহিণী আচার্য্য। লোকসভা ভোটে সারণ সংসদীয় কেন্দ্রের প্রার্থী হলেন রোহিণী আচার্য্য।
ভোট দিয়ে বেরোনোর সময় লালুপ্রসাদ যাদব চুপচাপই ছিলেন, তবে লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী মুখ খুলেছেন। রাবড়ি দেবী বলেছেন, “আমরা বিহারের ৪০টি আসনের সবকটিতেই জিতব। ইন্ডি জোট ক্ষমতায় আসবে।”