কলকাতা, ৩১ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বুধবার ও বৃহস্পতিবার মধ্যরাতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে প্রায় ১.২৫ কোটি টাকার মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃত দুই পাচারকারী ৩২ বছর বয়সী প্রেমচাঁদ যাদব এবং ৪০ বছর বয়সী হরিজি সিং। প্রেমচাঁদ যাদব হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা, আর হরি সিং বিহারের আরার বাসিন্দা।
এসটিএফের এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু শুক্রবার বিকেলে জানিয়েছেন যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সিঙ্গুর ডানকুনি এক্সটেনশনের কাছে আদর্শ হিন্দু হোটেলের সামনে তল্লাশি অভিযান চালায়।
চণ্ডীতলা থানার অন্তর্গত এই এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আসার খবর পাওয়া যায়। গাড়িটি পৌঁছানোমাত্রই ঘিরে ফেলা হয়। এর পেছনে একটি কন্টেইনারও ছিল। গাড়িতে প্রেমচাঁদ ও হরি সিং ছিল। কন্টেইনারটি তল্লাশি করে ৯৫০০ ফ্যান্সিডিল বোতল সম্বলিত একটি বাক্স উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ১.২৫ কোটি টাকা। দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ঝাড়খন্ড থেকে এটি নিয়ে আসছিল এবং বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল বলে জানা গেছে। তাদের অন্য সহযোগীদের সম্পর্কে জানতে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।