টি-টোয়েন্টি বিশ্বকাপ : ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হারল অস্ট্রেলিয়া

নিউইয়র্ক, ৩১ মে (হি. স.): বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার সকালে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রানের মুখোমুখি হয়ে ৭ উইকেটে ২২২ রান করে অস্ট্রেলিয়া।

নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান করে ক্যারিবীয়রা। ৫টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২৫ বলে ৫২ রান করেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। মাত্র ১৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেরেফানি রাদারফোর্ড।

মার্শের দল জয় না পেলেও ৭ উইকেটে ২২২ রান করেছে। তবে অস্ট্রেলিয়া এই ম্যাচেও ৯ জন নিয়ে খেলেছে। আইপিএল ফাইনাল খেলার পর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং গ্লেনম্যাক্সওয়েলকে বিশ্রাম দিয়েছে।