ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চ্যাম্পিয়নের দোরগোড়ায় চলমান সংঘ। তেমন কোনও বড় ধরনের অঘটন না ঘটলে এবারকার এ ডিভিশন সুপার ফোরের চ্যাম্পিয়ন ট্রফি যাচ্ছে চলমান সংঘের ঘরে। পরপর দুই ম্যাচে প্রথম ইনিংসে লিড থাকার স্বীকৃতি পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করার পরও তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায়ও প্রথম ইনিংসে নিজেদের লিডে থাকার প্রাধান্য বিস্তার করে নিয়েছে। আপাতত ১০৭ রানে এগিয়ে রয়েছে। অন্তিম উইকেটের জুটিতে জয়দেব ও সুজিত নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনের শুরুতে আরও কিছুটা রান সংগ্রহ করে পোলস্টারকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে আমন্ত্রণ জানাবে। এরপর মুখ্যত, বোলারদের হাতে পুরো দায়িত্ব তুলে দেবে চলমানের অধিনায়ক তন্ময় দাস। চলমান সংঘ পুরোপুরি মুখিয়ে রয়েছে সরাসরি জয়ের দিকে। পোলস্টারের ব্যাটার্সরা প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে প্রশস্ত হাতে রান সংগ্রহে ব্যস্ত হলে চলমান সংঘ হয়তো ম্যাচটাকে অমীমাংসিত রেখে শেষ করার দিকে এগোবে। কার্যত চলমান সংঘকে এবারকার এ ডিভিশন সুপার ফোরে চ্যাম্পিয়ন বলা-ই যেতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষায়। সকালে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে পোলস্টার প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়েও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ৩৩.৪ ওভার খেলে ৯২ রানে ইনিংসে শেষ করলে জবাবে চলমান সংঘ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৬ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। চলমানের পক্ষে কৃষ্ণধন নমঃর ৬৭ রান এবং সৌমেন মহান্তির ৪৬ রান ও তন্ময় দাসের ৩৯ রান উল্লেখযোগ্য। এর আগে পোলস্টারের পক্ষে ঋতুরাজ দেবনাথ সর্বাধিক ২৩ রান পায়। চলমানের বোলার কৃষ্ণধন ২০ রানে চারটি এবং অঙ্কিত বিশ্বকর্মা সাত রানে দুটি উইকেট পায়। সুমিত যাদব, দেবোত্তম ঘোষ ও জয়দেব দেব পেয়েছে একটি করে উইকেট। পোলস্টারের চিরঞ্জীব দেবনাথ তিনটি এবং সুভাষ চক্রবর্তী ও রীব্রজিৎ দাস দুটি করে উইকেট পেয়েছে।