BRAKING NEWS

করিমগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াডি কেন্দ্রে ১জুন ছুটি ঘোষণা

করিমগঞ্জ (অসম) ৩১ মে (হি.স.) : করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান শুক্রবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১জুন তারিখে ছুটি ঘোষণা করেছেন। তবে সেবা পরিচালিত কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী যথারীতি চলবে। এতে জানানো হয়েছে ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবার্তা অনুসারে সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায়ও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১জুনও ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করিমগঞ্জ জেলার মুখ্য তিনটি নদীর জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বইছে এবং বন্যা প্রশমিত হয়নি। তাই এই জরুরী কালীন পরিস্থিতিতে জনগণের জীবন ও সম্পত্তির হানি রক্ষার্থে ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ও 30(2)(XV।।।) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 51(b) ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *