ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লক্ষ্য রয়েছে সরাসরি জয়ের। তারপরও যদি কোনও কারনে তা ভেস্তে যায় অর্থাৎ দুদিনের টেস্ট ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়। তবে প্রথম ইনিংসে লিড নিয়ে থাকার প্রয়োজনীয় ভিত্ গড়ে নিয়েছে হার্ভে। প্রথম দুই রাউন্ডের খেলায় সরাসরি জয় অথবা প্রথম ইনিংসে লিড থাকার সুযোগ অধরা থাকলেও তৃতীয় রাউন্ডের খেলায় অনেকটা ঘুরে দাঁড়ানোর অভিপ্রায় হার্ভে ক্লাবের। এমবিবি স্টেডিয়ামে এ ডিভিশন সুপার ফোরের অন্তিম রাউন্ডের খেলায় হার্ভে বনাম কসমোপলিটনের ম্যাচ। সকাল পৌনে ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে হার্ভে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে রিয়াজ তেমন সুবিধা করতে না পারলেও প্রারম্ভিক ব্যাটার্স অন্যান্যদের ওভারঅল পারফরম্যান্সে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। ৬৪.৪ ওভার খেলে হার্ভে ২২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্বরাব সাহানির ৭৮ রান সর্বাধিক। স্বরাব ১৪১ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৮ রান পায়। এছাড়া, বিশাল দেববর্মার ৩৯ রান, অধিনায়ক সাহিল সুলতানের ২৫ রান, প্রখর বার্মার ২১ রান, প্রভাত যাদবের ১৯ রান, আরমান হোসেনের ১৭ রান উল্লেখযোগ্য। কসমোপলিটনের বোলার শঙ্কর পাল একাই পাঁচটি উইকেট তুলে নেয় ৬৫ রানের বিনিময়ে। এছাড়াও অভিজিৎ চক্রবর্তী পেয়েছে তিনটি উইকেট। সাইদুল হক পেয়েছে একটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটন দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৫ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে তিন উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। অধিনায়ক বাবুল দে ব্যক্তিগত ৩৬ রান নিয়ে উইকেটে রয়েছে। সঙ্গে সম্রাট সিংহ। ১০ রান রয়েছে সম্রাটের ব্যাটে। তন্ময়, বাসুরা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলেও ওপেনার শরদ বরণ সিনহা ১৯ রান পেয়েছে। দল পিছিয়ে রয়েছে ১৫১ রানের ব্যবধানে। হার্ভের বোলার অর্কজিৎ রায় দুটি উইকেট পেয়েছে ১৩ রানের বিনিময়ে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনের প্রথম বেলার খেলায় সাফল্যের চাবিকাঠি কোন্ দিকে যায় তার অনেকটা পরিষ্কার হয়ে উঠবে।