ভোট প্রচার শেষ, দেবস্থানে মোদী-শাহ-নাড্ডা

নয়াদিল্লি, ৩১ মে (হি. স.) : সাত দফায় লোকসভা নির্বাচন শেষ হবে শনিবার। ওই দিন মিটবে শেষ দফায় ভোটগ্রহণ পর্ব। ৪ জুন ভোটের ফল। ওই দিনই পরিষ্কার হয়ে যাবে এবার দিল্লির কুর্সিতে ‘রাজ’ করবে কে।

ফলপ্রকাশের আর মাত্র পাঁচ দিন বাকি। এই আবহে মন্দিরে মন্দিরে দৌড়তে শুরু করেছেন নেতা-মন্ত্রীরা। একদিকে নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন বিবেকানন্দ রকে। অন্যদিকে তিরুপতি মন্দিরে পুজো দিয়ে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবারই তাঁর চূড়ান্ত নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার পর পঞ্জাবের হোশিয়ারপুর থেকে কন্যাকুমারী পৌঁছন। সেখানে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজরিত স্থানে ধ্যানে বসেছেন তিনি।

শেষ দফা ভোটের আগে দক্ষিণ ভারতে তিরুপতি মন্দিরে পুজো দেন অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিরুমালা পৌঁছন তিনি। শুক্রবার সকালেই তিরুপতি মন্দিরে পুজো দেন। এছাড়া তিরুমালা মন্দিরে ‘অভিষেকম’ সেবাতেও অংশগ্রহণ করেন তিনি। বৃহস্পতিবার সকালে সত্য গিরিশ্বর মন্দির ও কোট্টাই ভৈরাবর মন্দিরে পুজোও দেন অমিত শাহ। স্ত্রীর সঙ্গে পুরোহিতদের সঙ্গে বৈদিক মন্ত্র উচ্চারণে প্রার্থনা সেরেছেন শাহ। শুক্রবার বিকেলে তিরুপতি এয়ারপোর্ট থেকে রাজকোট যাওয়ার কথা তাঁর।

সোমবার, ২৭ মে উত্তর প্রদেশের বারাণসীর কালভৈরব মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ওই দিন সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় বারাণসীর কালভৈরব মন্দিরে পুজো দেন তিনি। হিমাচলের বিলাসপুরে কুল দেবী মন্দিরেও গিয়েছেন তিনি। ঈশ্বরের কাছে সবারই আন্তরিক প্রার্থনা ‘জয় হোক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *