আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ মে: আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় ড্রেসিং রুমের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতি অভিযোগ তুলেছে শিশুর  পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পরিষেবা নিতে গিয়ে দীর্ঘ ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ, দীর্ঘ সময় যাবৎ ড্রেসিং রুমে কর্তব্যরত কর্মীদের দেখা মিলেনি। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গতকাল রাতে ১ বছর বয়সী শিশুর শরীরে গরম জল পড়ে গিয়েছিল। তাতে তার শরীরের একাংশ পুড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে সাথে সাথে প্রাথমিক চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে দেখার পর ক্ষতস্থানে ওষুধ লাগাতে ড্রেসিং রুমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ড্রেসিং রুমে গিয়ে দীর্ঘ ৩০ মিনিট কর্মীদের কোনো দেখা মিলেনি বলে শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন। আধা ঘন্টা যাবৎ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এবং পরিবারের সদস্যরা ড্রেসিং রুমের কর্মীদের খোঁজাখুজি করলেও তাঁদের কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে, শিশু যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছিল। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক গিয়ে শিশুকে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছেন। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

এদিকে কর্তব্যরত কর্মী ড্রেসিং রুমে অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *