জম্মু, ৩১ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের আখনুরে ভয়াবহ বাস দুর্ঘটনার তদন্তে নেমে ৬ জন অধিকারিককে সাসপেন্ড করেছে সরকার। পাশাপাশি এই দুর্ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের আখনুরে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২২ জনের, এছাড়াও বহু বাসযাত্রী আহত হন। নিহতরা উত্তর প্রদেশ ও রাজস্থানের বাসিন্দা ছিলেন।
এই দুর্ঘটনার জন্য শুক্রবার আঞ্চলিক পরিবহন আধিকারিক কাঠুয়ায় নিযুক্ত মোটর যানবাহন পরিদর্শক-সহ ৬ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।