পাটনা, ৩১ মে (হি.স.) : নালন্দা থেকে ঔরাঙ্গাবাদ, তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বিহারে। অত্যধিক গরমের দাপটে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। শুধু অসুস্থই নয়, মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিহারের ঔরাঙ্গাবাদে দাবদাহে মৃত্যু হয়েছে ৫ জনের। তাপমাত্রা বৃদ্ধির ফলে গরমে ৫ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঔরাঙ্গাবাদের জেলাশাসক শ্রীকান্ত শাস্ত্রী বলেছেন, “হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আমরা সঠিক কারণ জানতে পারব। হিট স্ট্রোকের ক্ষেত্রে আমরা ব্যবস্থা করেছি, রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়ার জন্য কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা বিনামূল্যে ওআরএস বিতরণ করছি।”
অত্যধিক গরমে নাজেহাল অবস্থা বিহারের নালন্দাতেও। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক মানুষ। নালন্দায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকায় সদর হাসপাতাল রোগীদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজীব রঞ্জন বলেছেন, “এই মুহূর্তে, শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে… এই তাপপ্রবাহে বাইরে বের হওয়া উচিত নয়, বিশেষ করে প্রবীণ নাগরিক এবং শিশুদের। রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে।”