ওডিশার সুন্দরগড়ে অস্বাভাবিক মৃত্যু ১৬ জনের, দাবদাহে প্রাণহানি বলেই সন্দেহ

রৌরকেলা, ৩১ মে (হি.স.): ওডিশার সুন্দরগড় জেলায় অস্বাভাবিক মৃত্যু হল ১৬ জন রোগীর। দাবদাহে এই প্রাণহানি বলেই সন্দেহ করা হচ্ছে। শুক্রবারই রৌরকেলা সরকারি হাসপাতালে (আরজিএইচ) আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬। রৌরকেলার এই হাসপাতালেই মৃত্যু হয়েছে ১২ জনের, সবমিলিয়ে সুন্দরগড় জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

আরজিএইচ-এর সুপার সুধারানি প্রধান জানিয়েছেন, “৮ জনকে মৃত অবস্থায় আনা হয়, হাসপাতালে পৌঁছনোর পর আরও দু’জন মারা যান। তাঁরা হিটস্ট্রোকে মারা গিয়েছেন কি-না, তা এখনই বলা সম্ভব নয়।” রৌরকেলা সরকারি হাসপাতালে (আরজিএইচ) ১০ জন মানুষ গিয়েছেন, তাও আবার ৬ ঘণ্টার মধ্যে। পরে আরও দু’জন মারা যান এই হাসপাতালে। গরমে অসুস্থ হয়ে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আরও ২৩ জন সঙ্কটজনক অবস্থায় রৌরকেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *