ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের ওপেন ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে ৩ জুন থেকে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে সারা রাজ্য জুড়ে এই ওপেন ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৩ জুন, প্রথম দিন তেলিয়ামুড়ার দশমী ঘাটে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে বিশেষ করে তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই এবং কমলপুরের অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটাররা অংশ নিতে পারবে। ওই দিন সকাল দশটার মধ্যে মাঠে রিপোর্ট করতে হবে। এই ওপেন ট্রায়ালের ব্যবস্থাপনায় রয়েছে তেলিয়ামুড়া সাব ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৫ জুন সকাল দশটা থেকে শান্তির বাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি স্কুল গ্রাউন্ডে শান্তির বাজার, বিলোনিয়া, অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর এবং সাব্রুমের অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটাররা ওপেন ট্রায়ালে অংশ নেবে। এর দায়িত্বে রয়েছে শান্তির বাজার সাব ডিভিশন ক্রিকেট এসোসিয়েশন। একইভাবে ৭ জুন সকাল দশটায় ধর্মনগর কলেজ স্টেডিয়ামে ধর্মনগর, কৈলাশহর, লংতরাই ভ্যালি এবং কাঞ্চনপুরের অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটাররা ওপেন ট্রায়ালে অংশ নেবে। দায়িত্বে রয়েছে ধর্মনগর সাব ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশন। ১১ জুন সকাল দশটায় আগরতলায় এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওপেন ট্রায়ালে সদর, বিশালগড় মোহনপুর, সোনামুড়া এবং জিরানিয়ার অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটাররা অংশ নেবে। দায়িত্বে থাকবে সদর সাব ডিভিশন। উল্লেখ্য, অংশগ্রহণকারী বালিকা ক্রিকেটারদের জন্ম তারিখ হতে হবে ১ সেপ্টেম্বর ২০০৯ থেকে ৩১ আগস্ট ২০১২ এর মধ্যে। বলা বাহুল্য, এই ট্রায়াল ক্যাম্পে প্রধান কোচ হিসেবে তপন কুমার দেব, ব্যাটিং কোচ শুভ্র পাল, পেসারদের জন্য বোলিং কোচ ইন্দ্রজিৎ ঘোষ, স্পিনারদের জন্য বোলিং কোচ অনুপম দে, ফিজিও হিরালী দেববর্মা। দায়িত্বে থাকবেন। ট্রায়াল ক্যাম্পে অংশগ্রহণকারী বালিকা ক্রিকেটারদের অবশ্যই প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এবং কাগজপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।