নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: গত ২৪ মে প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর ফলাফল। তারপর থেকেই পর্ষদ ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং শংসাপত্র প্রদানের জন্য কাজ করছিল।
বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা বোর্ডের সভাপতি ধনঞ্জয় চৌধুরী জানান, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মার্কশিট এবং শংসাপত্রের কাজ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা দেরি হয়েছে। শুক্রবার পর্ষদের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রতিনিধিদের কাছে এই শংসাপত্র গুলি প্রদান করা হবে। তারপর থেকেই বিদ্যালয়ের মাধ্যমে মার্কশিট এবং শংসাপত্র গুলি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে।