আখনুরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গদের সমবেদনা রাষ্ট্রপতি মুর্মুর

কলকাতা, ৩০ মে (হি. স.): আখনুরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গদের সমবেদনা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “জম্মুর কাছে আখনুরে বাস দুর্ঘটনায় প্রাণ হারানোর কথা জানার জন্য বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রসঙ্গত, জম্মুতে এক যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার চৌকি চৌরা ও ভামবলার মাঝামাঝি আখনুরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।