নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ মে: জনগণের অভিযোগের জেরে তেল কালোবাজার চক্রের মূল মাস্টারমাইন্ড বিমল করের ডেরায় হানা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ মহকুমা খাদ্য ও জন সংবরণ দপ্তরের, ঘটনা বৃহস্পতিবার।
খবরে প্রকাশ, তেলিয়ামুড়া’র মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের কালোবাজারি কাণ্ডে নড়েচড়ে বসল মহকুমা প্রশাসন এবং খাদ্য ও জনসংবরন দপ্তর। বৃহস্পতিবার দপ্তরের তরফ থেকে এই পেট্রোল পাম্প পরিদর্শন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়।
এই পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের সাথে অভিমত প্রকাশ করতে গিয়ে খাদ্য দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী বলেন, তেলিয়ামুড়ার মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের বিরুদ্ধে বোতলে করে পেট্রোল কালোবাজারির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ম্যানেজার নিজেও এই বিষয়ে স্বীকার করেছেন। গোটা বিষয় নিয়ে সমস্ত অভিযোগ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে মহকুমা শাসকের কাছে লিখিত আকারে রিপোর্ট জমা হচ্ছে এমনটাই জানিয়েছেন শুভঙ্কর বাবু।
এখন দেখার বিষয় এভাবে প্রকাশ্যে পেট্রোলের কালোবাজারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া তেলিয়ামুড়ার মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের ম্যানেজার তথা পেট্রোপণ্য কালোবাজারি চক্রের মূল মাস্টারমাইন্ড তথা দালাল বিমলের বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বুধবার একদিকে সাধারণ মানুষ পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেও অন্য দিকে এই পেট্রোল পাম্পের ম্যানেজার বিমল করের প্রত্যক্ষ মদতে প্রকাশ্যে কালোবাজারি চক্রের পান্ডাদের পেট্রোল ডিজেল প্রদান চলছিল, এ বিষয়টা সাংবাদিকদের নজরে আসার পর বিমল কর দাবি করেছিলেন, উনার নাকি এরকম ভাবে বোতলে করে পেট্রোল দেওয়ার বৈধতা রয়েছে।
যতটুকু খবর বিমল কর এদিক ওদিক ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যদিও প্রশাসন যথেষ্ট নড়েচড়ে বসেছে বলে খবর।
2024-05-30