BRAKING NEWS

সরাসরি জয়ের টার্গেটে আজ থেকে হার্ভে-কসমোপলিটন, পোলস্টার-চলমান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলা। প্রাকৃতিক পরিস্থিতি অনেকটা অনুকূলে। বিরতির বৃহস্পতিবার কয়েক ফোঁটা বৃষ্টি। আগামীকাল তা জারি না থাকার যথেষ্ট পূর্বাভাস রয়েছে। এমবিবি স্টেডিয়াম এবং পিটিএ গ্রাউন্ড দুটোই কিন্তু খেলা চালানোর জন্য আপাতত তৈরি রয়েছে। আগামীকাল ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকবে বলে অনুমেয়। এ ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্ট। দু-দিনের টেস্ট ম্যাচ। প্রতি দলের হাতে সর্বাধিক দুই ইনিংস করে খেলার সুযোগ। চার দলের দুটি ম্যাচ ২৫ ও ২৬ মে-তে কিন্তু অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। পয়েন্টের ভাগাভাগি করতে হয়েছে প্রথম ইনিংসে এগিয়ে থাকার হিসেব-নিকেশ করে। ২৮ ও ২৯ মে দ্বিতীয় রাউন্ডের খেলা একটি পরিত্যক্ত, অপরটি অমীমাংসিত অবস্থায় শেষ হলে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চলমান সংঘ ৩ পয়েন্ট পেয়েছে। কসমোপলিটন পেয়েছে ১ পয়েন্ট। ‌ পরিত্যক্ত ম্যাচে হার্ভে ও পোলস্টার দুই-দুই করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। এবার হার্ভে ও কসমোপলিটনের কথা। সর্বশেষ দু দলের মধ্যে খেলা হয়েছিল সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগে, ১৭ মে-তে। ১৪ দিনের ব্যবধানে আগামীকাল থেকে এমবিবি স্টেডিয়ামে ফের দু দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। এ ডিভিশন সুপার ফোরের লড়াই। দুদিনের ম্যাচ। প্রতি দলের জন্য ২ ইনিংসের খেলা। লীগের ম্যাচে কিন্তু হার্ভে বিশেষ করে সাহিল সুলতানের বোলিং ভেলকিতে ৭৯ রানের ব্যবধানে কসমোপলিটন কে পরাজিত করেছিল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা নিয়ে হার্ভে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রানে ইনিংস শেষ করলে, জবাবে কস্মপলিটন ক্লাব ১৫৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ৪৩.৩ ওভার খেলে।

এদিকে, আগামীকাল থেকেই এ ডিভিশন সুপার ফোর-এর অপর খেলায় পোলস্টার ও চলমান সংঘ পরস্পরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ২৪ দিন আগে লীগের ম্যাচে কিন্তু পোলস্টার বিশেষ করে সন্দীপ সরকারের অনবদ্য পারফরম্যান্সে ৪৬ রানের ব্যবধানে চলমান সংঘের বিরুদ্ধে জয় পেয়েছিল। প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে পোলস্টার ৪৬.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রানে ইনিংস শেষ করেছিল। জবাবে চলমান সংঘ ৪১ ওভার খেলে ১৪৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচের ক্ষেত্রেই চার দলের অদম্য ইচ্ছা সরাসরি জয় পেতে। অন্ততপক্ষে প্রথম ইনিংসে লিভ নিতে পারলেও চ্যাম্পিয়ন, রানার্স এর মত সাফল্য অর্জন করা যাবে বলে, সেই টার্গেটেই প্রতিটি দল আগামীকাল মাঠে নামছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *