চোরের মারে গৃহকর্তার মৃত্যু, ধৃত ১

উত্তর ২৪ পরগনা, ৩০ মে (হি. স.): চুরির সময় প্রায় হাতেনাতে ধরে ফেলেছিলেন। বাধা দেওয়ায় কাঁচরাপাড়ার এক বাসিন্দাকে খুন হতে হয়েছে। সেই ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের আরও এক সঙ্গীর খোঁজ তল্লাশি চালাচ্ছে তারা। ধৃতের নাম মুহম্মদ ফারুক। সে কাঁকিনাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে খুন ও লুঠপাঠের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

কাঁচরাপাড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল সাউ। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার সুনীলের বাড়িতে চুরি করতে হানা দিয়েছিল ফারুক ও তার এক সঙ্গী। তখন সুনীলের বাড়ি ফাঁকা ছিল। তিনি ও তাঁর স্ত্রী কাজে গেছিলেন। বিকেলের দিকে বাড়ি ফিরে আসেন সুনীল। দরজা খুলতেই দেখেন পিছনের দরজার অংশ কাটা। বাড়িতে ফারুক ও তার সঙ্গী লুটপাট চালাচ্ছে। সুনীল ফারুককে চিনতেন না। ফারুকদের বাধা দিতে গেলে সুনীলের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময়ে সুনীলকে ধরে ব্যাপক মারধর করে ওই দুই যুবক। তাতে সুনীলের মৃত্যু হয়। এরপরে সুনীলের দেহ খালের জলে ফেলে পালিয়ে যায় তারা।
এর পর সুনীলের স্ত্রীর বাড়ি ফিরলে, তিনি দেখেন ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। পিছনের দরজা ভাঙা। বাড়ির পিছনের দিকে গেলে ওই মহিলা খালের জলে স্বামীর দেহ ভাসতে দেখে চিৎকার করে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে।
পুলিশ জানিয়েছে, এলাকায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত ফারুক নামে এক যুবককে গ্রেফতার করেছে তারা। সে একজন কাগজ কুড়ানি। তার সঙ্গে আরও একজন যুবক ছিল। দ্বিতীয় ওই যুবকের খোঁজে তল্লাশি চলাচ্ছে বীজপুর থানার পুলিশ।