বাগানবাজারে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩০ মে: এবার কল্যাণপুর থানার অন্তর্গত বাগান বাজার এলাকায় খোয়াই তেলিয়ামুড়া সড়কে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল সাধারণ মানুষ। অভিযোগ  বিগত বেশ কয়েকদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় নাকাল।

অবশেষে কোন উপায় অন্তর না দেখে এলাকাবাসীরা সম্মিলিতভাবে পথ অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করে। স্বাভাবিকভাবেই এই পথ অবরোধের ফলে রাস্তার দুই ধারে ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় কল্যাণপুর থানার পুলিশ।

শেষমেষ তেলিয়ামুড়া থেকে কোন একটা কর্মসূচি শেষ করে খোয়াইতে যাওয়ার পথে অবরোধের মুখে পড়তে হয় জেলাশাসক চাঁদনী চন্দ্রনকেও। এরপর জেলাশাসক অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যার সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার পর ব্যবস্থা গ্রহণ করেন। জানা গেছে এর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ নিগমের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে স্বস্থির আবহ যেমন পরিলক্ষিত হয় ঠিক তেমনি অবরোধও মুক্ত হয় খোয়াই তেলিয়ামুড়া সড়ক।

তবে এটা ঘটনা এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়ে গেছে, এই সমস্যা থেকে কোনভাবেই বিচ্ছিন্ন নয় কল্যাণপুর। কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় প্রতিনিয়ত বিদ্যুৎ যন্ত্রণার বিভিন্ন খবর সামনে আসছে। সার্বিকভাবে দাবি উঠছে বিদ্যুৎ সমস্যা নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুততার সাথে গৃহীত হোক।