বালেশ্বর, ৩০ মে (হি.স.): বিজেপি ও বিজেডির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওডিশার বালেশ্বরের এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “বিজেপি-বিজেডি অংশীদারিত্বের লক্ষ্য ওডিশার সম্পদ, খনি এবং মানুষের সম্পত্তি চুরি করা।” মিডিয়ার সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন, “যেই মাত্র আমরা দরিদ্রদের টাকা দেওয়া শুরু করব, এই মিডিয়ার লোকজন বলবে- ভারত সরকার দরিদ্রদের অভ্যাস নষ্ট করছে। কিন্তু আমরা মিডিয়ার কথা শুনব না, কারণ আপনারা আদানি-আম্বানির লোক। আমরা শুধু দেশের দরিদ্র, কৃষক ও শ্রমিকদের কথাই শুনব।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি। বিজেপি আমার বিরুদ্ধে ২৪টি মামলা করেছে। ইডি আমাকে ৫০ ঘন্টা জেরা করেছে, আমাকে দুই বছরের জন্য জেলের সাজা দিয়েছে, আমার সাংসদ কেড়ে নিয়েছে, আমার বাড়ি কেড়ে নিয়েছে। আমি বলেছিলাম- আমার তোমার বাড়ি চাই না, আমি ভারতের কোটি মানুষের হৃদয়ে বাস করি।”