শিলিগুড়ি, ২৯ মে (হি.স.) : নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সাত রোহিঙ্গাকে গ্রেফতার করেছে জিআরপি। তারা সবাই মঙ্গলবার এনজেপি হয়ে পঞ্জাব যাচ্ছিলেন। এর মধ্যে চারজন মহিলা, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে। ধৃত রোহিঙ্গাদের নাম হলো জুবেরা বেগম, রেহানা আক্তার, আছিয়া বেগম, হাসিনা বেগম, নূর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর। তারা সবাই বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাস করতেন।
পুলিশ সূত্রে খবর, রোহিঙ্গাদের এই দলটি অসমের বদরপুর জংশন থেকে ক্রান্তি এক্সপ্রেসে উঠেছিল। ইচ্ছে ছিল দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার। যদিও এনজেপি জিআরপি এই তথ্য প্রথম পায়। উপরোক্ত তথ্যের ভিত্তিতে, জিআরপি এনজেপি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালিয়ে সাত রোহিঙ্গাকে ট্রেন থেকে নামিয়ে তাদের আটক করে। তারা কী উদ্দেশ্যে পাঞ্জাব যাচ্ছিল তা জানা যায়নি। এনজিপি জিআরপি পরবর্তী ব্যবস্থা নেওয়া শুরু করেছে।