কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলি সংবিধানের উপহাস করেছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৯ মে (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলির তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার কংগ্রেস ও ইন্ডি জোটকে একহাত নিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, “কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলি সংবিধানের উপহাস করেছে। বি আর আম্বেদকরের আবেগের বিরুদ্ধে গিয়ে, তৎকালীন কংগ্রেস সরকার জোর করেই সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ সন্নিবেশিত করেছিল। জরুরি অবস্থার মাধ্যমে সংবিধানকে গলা টিপে মারার কাজ করা হয়েছিল। এসসি/এসটি এবং ওবিসিদের দেওয়া সংরক্ষণ কেড়ে নেওয়ার ক্রমাগত চেষ্টা করেছিল কংগ্রেস এবং সুবিধা দেওয়া হয়েছিল সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের।”

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “ইউপিএ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের বক্তব্য সবার জানা, তিনি বলেছিলেন, দেশের সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার রয়েছে। ২০১২ ও ২০১৪ সালের নির্বাচনে সমাজবাদী পার্টিও নিজেদের ইস্তেহারে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা বলেছিল।” যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, এই দেশে ব্যক্তিগত আইন অথবা শরিয়া আইনে চলবে না…প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এনডিএ ও বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”