ঘূর্ণিঝড়ে তছনছ বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকা

আগরতলা, ২৮ মে : ঘূর্ণিঝড়ে তছনছ বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকা। সকাল থেকে কমলাসাগর বিধানসভার বেশ কয়েকটি জায়গায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বড় বড় গাছ ও বৈদ্যুতিকে খুঁটি ভেঙ্গে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে প্রশাসন।

ডিসিএম প্রসেনজিৎ দাস বলেন, ঘূর্ণিঝড় রেমাল-র তাণ্ডবে ত্রিপুরায় সব জেলায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। কমলাসাগর বিধানসভার বেশ কয়েকটি জায়গায় গাছপালা, বৈদ্যুতিকে খুঁটি ভেঙ্গে পড়েছে। গতকাল রাতেই খবর পেয়ে ঘটনাস্থালে ছুটে গিয়ে দুর্যোগ মোকাবিলার কর্মীরা এবং এনডিআরএফের কর্মীরা উদ্ধার কাজে লেগে পড়েছিলেন। যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের তরফ থেকে দ্রুততার সহিত কাজ করা হচ্ছে।

ঘূর্ণিঝড় রেমাল-র তাণ্ডবেএখন পর্যন্ত কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ৮টি বাড়ি সম্পূর্ণ এবং ২৩টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *