আগরতলা, ২৮ মে: হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। পশ্চিম জেলায় খোলা হয়েছে ১০ টি শরণার্থী শিবির। এই শিবির গুলিতে এখনো পর্যন্ত ২৮০ জন আশ্রয় নিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।
এদিন তিনি বলেন, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হাওড়ার নদীর জল। ফলে মানুষের বাড়ি ঘর জলমগ্ন। তাঁদেরকে ত্রান শিবিরে নিয়ে যেতে প্রসাশনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাঁর কথায়, ভারী বৃষ্টির ফলে আগরতলা শহরের বলদাখাল, শ্রীলঙ্কাবস্তি, চন্দ্রপুরের মতো নিম্নাঞ্চল গুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। নিরুপায় হয়ে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে। পশ্চিম জেলায় খোলা হয়েছে ১০ টি শরণার্থী শিবির। এই শিবির গুলিতে এখনো পর্যন্ত ২৮০ জন আশ্রয় নিয়েছেন।
এদিন তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরায় বহু জায়গায় বিদ্যুতের লাইন সহ বড় বড় গাছ উপড়ে পড়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে। তা অতিসত্বর বিদুৎ কর্মীরা সারাইয়ের কাজ করছেন। কিন্তু এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিন তিনি আরও বলেন, গাছ উপড়ে পড়ার কারণে কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। প্রসাশনের তরফ থেকে সমীক্ষা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রসাশনের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে।