আগরতলা, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। ঘূর্ণিঝড় প্রভাবে ৬৮৬ টি পোল ভেঙে পড়েছে, তার ছিঁড়ে ২৩৪ কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি, ৮২ টি ট্রান্সফর্মার বিকল্প হয়ে গেছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সোমবার রাত থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছে বিদ্যুৎ কর্মীরা। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, আজকে ৮০ শতাংশ বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করা যাচ্ছে। জনগণের অভিযোগের ভিত্তিতেই বিদ্যুৎ দফতর জানতে পড়েছে রাজ্যের কোথায় কোথায় বিদ্যুৎ ছিন্ন হয়ে রয়েছে।
এদিন তিনি বলেন, প্রবল বৃষ্টির মাঝেও ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রকৌশলী এবং কর্মীরা ভিজে ভিজে সকাল থেকেই লাইন মেরামতির কাজ করছেন। রাজ্য বাসীর কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে নিগমের কর্মীরা যেভাবে ঝড় বাদল মাথায় নিয়ে কাজ করে চলেছেন তাদের কুর্নিশ এবং অভিবাদন জানিয়েছেন তিনি।