নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ মে:
রেমাল ঘূর্ণিঝড় প্রভাবে প্রবল বৃষ্টিতে উদয়পুর মহকুমায় অধিকাংশ জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গতকাল অর্থাৎ সোমবার থেকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উদয়পুর কুঞ্জবন পঞ্চায়েতের ড্রপগেইট দশমীঘাট থেকে বনদোয়ার শর্মাপাড়া যাওয়ার রাস্তাটি ৯০শতাংশ রাস্তার মাটি ধসে গোমতী নদীতে তলিয়ে যায়। তৎক্ষণাৎ রাত্রিবেলায় জনগনের যাতে দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়, রাস্তার দুপাশ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার এই বিষয়টি দেখতে পেয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আধিকারিকরা পরিদর্শনে আসেন এবং এই রাস্তার সাড়াইয়ের কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন।
এছাড়াও উদয়পুর মহকুমা অধিকাংশ জায়গায় রাস্তার মধ্যে গাছের ডাল পরে থাকে, এই গাছপালা ও গাছের ডাল পরে থাকায় জনগণে আসা-যাওয়া ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে। এইজন্যে সে জায়গায় উদয়পুর মহকুমা জেলা প্রশাসন পক্ষে বিপর্যয় মোকাবেলা দল অধিকাংশ জায়গায় রাস্তার মধ্যে গাছপালা কেটে পরিষ্কার করে। উদয়পুর মহকুমায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদা মিত্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স দল এই প্রবল বৃষ্টিতে মানুষের কোন অসুবিধা না হয় সেইদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। তাদের এরকম কাজ আগামী দিনে যাই থাকবে বলে জানান।