আইজল, ২৮ মে (হি.স.): অবিরাম বর্ষণের জেরে মিজোরামের রাজধানী আইজলের উপকণ্ঠে ধস নামল একটি পাথর খনিতে। মঙ্গলবার পাথর খনিতে ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তরও বাড়ছে।
মিজোরামের ডিজিপি জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে আইজলের উপকণ্ঠে একটি পাথর খনি ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে পুলিশ কর্মীরা। নদীর জলস্তরও বাড়ছে এবং নদীর তীরে বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।