কলকাতা, ২৭ মে (হি.স.): আশঙ্কা ছিলই, আর তাই হল! রেমাল-এর তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন পরিষেবা। ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও। দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করছে না। পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে পরিষেবা। রেল সূত্রে খবর, একাধিক জায়গায় লাইনের উপর গাছ পড়ে রয়েছে। তাই এই বিপত্তি। ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে।
এমনিতেই ঝড়ের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। আগেই সেই ঘোষণা করে দিয়েছিল রেল। তবে কিছু ট্রেন চলার কথা ছিল। সকাল থেকে চলছে না তা-ও। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, স্পষ্ট নয়। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও ভোগান্তির মুখে। কারণ মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে সোমবার সকালে।