নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে: প্রাকৃতিক দুর্যোগের ফলে মুখ থুবড়ে জিবি হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা। দীর্ঘ প্রায় ৩০ মিনিট ধরে অন্ধকারে ডুবে ছিল জিবি হাসপাতালের ট্রমা সেন্টার। ভোগান্তির শিকার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তাদের আত্বিয় পরিজনরা।
বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা মোবাইলের আলো এবং টর্চ লাইট ব্যবহার করে চিকিৎসা পরিষেবা প্রদান করে যাচ্ছেন। বিদ্যুৎ না থাকার ফলে চলছে না পাখা। গরমে ছটফট করছে রোগীরা। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের এক সদস্যা জানান বিদ্যুৎ না থাকার ফলে যথেষ্ট সমস্যা হচ্ছে।