নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭মে: পশ্চিমবঙ্গে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করে। মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর অত্যাচার করছে। বিজেপির জেলা কার্য্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই বললেন বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস।
উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্য্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এই বৈঠক শেষে জেলা সভাপতি উনার পশ্চিমবঙ্গ সফর সম্পর্কে বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার সন্ত্রাস চালাচ্ছে তাতে যুব সমাজ হতাশাগ্রস্থ। এই অত্যাচার সন্ত্রাসের প্রতিবাদে মানুষ রুখে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের মনে এই অত্যাচারের বিরুদ্ধে সুপ্ত একটা ভাবনা তৈরী হচ্ছে যার প্রভাব ভোটবাক্সে পরবে। এবারের লোকসভা নির্বাচনে অধিকাংশ টিএমসি-র আসন হাতছাড়া হবে বলে জানান তিনি।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কাজল দাস, সহ সভাপতি জহর চক্রবর্ত্তী, উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, যুবারাজনগর আর ডি ব্লকের চেয়ারম্যান শ্রীপদ দাস, মহিলা মোর্চার ধর্মনগর মন্ডলের সভানেত্রী রুপালী অধিকারী, বিজেপির ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল নাথ, যুবারাজনগরের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী,কুর্তি কদমতলার মন্ডল সভাপতি রাজা ধর,bকদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, সদস্য দিলীপ বর্ধন, জেলা সম্পাদিকা গায়ীত্রী ঘোষ, জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।