বৃষ্টির ফলে গাছ ভেঙে পড়ে বন্ধ জাতীয় সড়ক, দুঘণ্টার চেষ্টায় স্বাভাবিক যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে: সিপাহিজলা অভয়ারণ্য সংলগ্ন জাতীয় সড়কে ভেঙে পড়ে বড় গাছ। প্রায় দুই ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।  যদিও পরবর্তী সময়ে পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের যৌথ প্রচেষ্টায় সেই গাছটিকে কেটে রাস্তা ফের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিকে এই গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ার ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। সকাল থেকেই রেমাল ঘূর্ণিঝড় এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। যদিও সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপরতায় নির্দিষ্ট সময়ের মধ্যেই রাস্তা চলাচলের জন্য স্বাভাবিক হয়ে যায়।